পার্বত্য চট্টগ্রামেরর প্রান্তিক জনগোষ্ঠীর মাঝেও সরকারের টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে, রাঙ্গামাটি জেলার লংগদুতে সরকারের টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
রোববার (২০ মার্চ) বনযোগীছড়া ইউনিয়ন কাংরাছড়ি গ্রামে টিসিবির কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ। আরও উপস্থিত ছিলেন, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা।
এ সময় বনযোগীছড়া ইউনিয়নের ৫শ’ পরিবারের মাঝে সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা হারে ২ লিটার, মশুর ডাল কেজি ৬৫ টাকা হারে ২ কেজি, চিনি কেজি ৫৫ টাকা হারে দুই কেজি বিতরণ করা হয়।
আগামী ২৩ মার্চ জুরাছড়ি ইউনিয়ে ৫শ’ পরিবারকে বিতরণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আসন্ন রোজায় ক্রেতাদের সুলভ মূল্যে পণ্য সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় টিসিবি এই কার্যক্রম হাতে নিয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট