পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা নারীর গলিত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৮ জানুয়ারি) বিকেল ৪ টায় ৫ নম্বর মোহরা ওয়ার্ডের এ কে খান বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দাগাঁও থানার ওসি মঈনুর রহমান চৌধুরী।
ওসি জানান, স্থানীয়দের দেয়া খবরে মোহরার ‘এ কে খানের পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লাশ শনাক্তের চেষ্টা করছি। লাশের পরনে টিশার্ট ও পেটিকোট ছিল। সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট