শান ফাউন্ডেশন # বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন স্মৃতিমঞ্চের আয়োজনে, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় স্মরণকালের অবিস্মরণীয় এই গণসমাবেশ ও মানববন্ধনে অংশ নেয়- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ মিডিয়া ক্লাব ইন অস্ট্রিয়া, ইউরো সমাচার এবং ইউরো বাংলা টাইমস পরিবার, ভোলা দক্ষিণ প্রেসক্লাব, বজ্রকণ্ঠ ডটকম পাঠক ফোরাম, ভোলার কণ্ঠ পাঠকসন্ধি, ভয়েস সিটিজি গ্রুপ, গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন, লালমোহন মিডিয়া ক্লাব, দানবীর মজিবুর রহমান পাঞ্চায়েত সমাজকল্যাণ ট্রাস্ট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, দুর্নীতি প্রতিরোধ মঞ্চ, গ্রামীণ জনউন্নয়ন সংস্হা, তোলপাড় কৃষ্টি সংসার, নেক্সাস ৯৩, চতলা সততা ক্লাব, চতলা দিবা ক্লাব, চতলা ফুটবল একাদশ, উজ্জীবন বন্ধু সংঘ, ইঞ্জিনিয়ার আনছারুল হক স্মৃতি পরিষদ, প্রফেসর মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদ, মৌলানা মনসুর আহমাদ মেমোরিয়াল প্লাটফর্ম, মুন্সী আব্দুর রহমান মডেল ফোরাম সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন ।