চট্টগ্রাম নগরীরতে ছিনতাই মামলায় নুরুল আবছার নামক একজন পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সে নিজেকে কখনও ভুয়া গোয়েন্দা কখনও ভুয়া ফটো সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো বলে জানাগেছে।
গতকাল রোববার (২৮ নভেম্বর) চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে ঐ স্থান থেকে ছিনতাই মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
ভয়েস সিটিজিসহ বিভিন্ন ভুয়া কার্ডধারী প্রতারণা মামলার আসামি নুরুল আবছার পিতা নুরুল হক সাং চুকি কাজি বাড়ি নোয়াজিশপুর ইউনিয়ন, থানা রাউজান গ্রেফতার শীর্ষক সংবাদটি, আমাদের দৃষ্টিগোচর হওয়ায়।আমরা তার কাছ থেকে উদ্ধারকৃত কার্ডের ব্যাখ্যাসহ এহেন গর্হিত অমার্জনীয় অপরাধের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে এই জগন্য প্রতারককে গ্রেফতার করায়, আমরা ভয়েস সিটিজি অনলাইন নিউজ পোর্টাল’র পক্ষ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা টিম কোতোয়ালিকে সাদুবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
আমরা গ্রেফতারকৃত নুরুল আবছার সমপর্কে খোঁজ খবর নিয়ে জানতে পারি, অতীতেও সে বায়োজিদ থানায় গ্রেফতার হন, তখন তার কাছ থেকে দৈনিক পুর্বকাল পত্রিকার ভিজিটিং কার্ড উদ্ধার করে পুলিশ।
আমরা এও জানাচ্ছি যে দেশ ও মানবতার কল্যানে কাজ করা এক প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট ডাঃ কাজল দাশ সম্পাদিত, ভয়েস সিটিজি পত্রিকায় এবং সম্পাদক কতৃক বৈধ স্বাক্ষর সম্বলিত ইস্যুকৃত কার্ডের তালিকায় নুরুল আবছার নামক বৈধ আইডি কার্ডধারী আমাদের কোন ফটো সাংবাদিক নাই।
আমাদের বৈধ আইডি কার্ডধারী প্রতিনিধি চট্টগ্রাম মহানগর টিটু বড়ুয়া সুরঞ্জিত, দিনা রহমান, শ্রাবনী চাকমা, অনিন্দ্য বৈদ্য সানী ছাড়া আর কোন প্রতিনিধি ও ফটো সাংবাদিক নাই।
জেলা প্রতিনিধি তালিকায় অধ্যাপক শাহাবুদ্দিন রিপন শান বরিশাল, আজগর আলী খান প্রতিনিধি ও সভাপতি রাজস্থলী প্রেসক্লাব। লুৎফর রহমান উজ্জল বান্দরবান প্রতিনিধিঃ চিং থোয়াই অং থানচি প্রতিনিধিঃ ক্যহ্লাচিং মার্মা রাইখালী কাপ্তাই, শফিক সিরাজ কক্সবাজার প্রতিনিধিঃ আব্বাস উদ্দিন রাশেল উখিয়া প্রতিনিধি। উপরোক্ত সকল প্রতিনিধি ধারা আমরা মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শীক এবং বাংলার ইতিহাসের সফল রাষ্ট্র নায়ক, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সুখী সমৃদ্ধ উন্নয়নশীল রাষ্ট্র বিনির্মানে, রাস্ট্রের সব প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সহায়ক ভুমিকায় দায়িত্বশীল হয়ে আমাদের নিয়মিত সংবাদ সংগ্রহ ও প্রচার করে থাকি।
পরিশেষে আবারও এমন নিন্দনীয় অপকর্মের তিব্র নিন্দা ও অপরাধীর দৃষ্টান্ত মুলক শান্তির দাবী জানাচ্ছি। সকল পাঠক শুভানুধ্যায়ীকে শুভেচ্ছাসহ।
শ্রদ্ধাবনতঃ
সম্পাদক
ভয়েস সিটিজি।
বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট ডাঃ কাজল দাশ।
সভাপতি মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট