পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসা যুবককে চট্টগ্রাম মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মিদের ধাওয়া, ধাওয়া খেয়ে দৌড়ে ডোবায় নেমে আত্মরক্ষা পাকিস্তান প্রেমী ঐ যুবকের।
আজ শুক্রবার (২৬ নভেম্বর) সকাল থেকেই চট্টগ্রাম নগরীর সাগরীকায় জহুর আহাম্মদ চৌধুরী জাতীয় স্টেডিয়ামের প্রধান গেইটসহ আশেপাশের এলাকায় অবস্থান নেন, চট্টগ্রাম মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা, তারা আগে থেকেই জয়বাংলা ও মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত কডে তোলে পুরো সাগরীকাসহ পুরো স্টেডিয়ামের আশপাশের এলাকা।
সকাল ১১ টার দিকে হঠাৎ ত্রিশোর্ধ এক যুবক পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে স্টেডিয়ামের দিকে আসতে দেখে তাকে ধাওয়া করেন উপস্থিত মুক্তি যুদ্ধ মঞ্চের কর্মিরা। ধাওয়া খেয়ে রাস্তার পাশের ডোবায় নেমে পড়েন ঐ যুবক। একপর্যায়ে মুক্তি যুদ্ধ মঞ্চের কর্মীদর থেকে নিজেকে বাঁচাতে কান ধরে শপথ করে ক্ষমা চাইলে, তাকে ক্ষমা করে দিয়ে ডোবা থেকে তোলে বাসায় পাটিয়ে দেন মুক্তি যুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
এসময় মুক্তি যুদ্ধ মঞ্চের নেতাকর্মী বলেন, কোন পাকিস্তানী নাগরীক যদি তার দেশের জার্সি গায়ে দিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসেন তাকে আমরা যথাযত শ্রদ্ধার সহিত সম্মান জানাবো।
এবং মেহমান হিসেবে তার নিরাপত্তার জন্য প্রয়োজনে সেচ্ছাসেবী হয়ে আমরা কাজ করবো, কিন্তু এদেশের নাগরীক নামীয় কোন বাং পাকি কুলাঙ্গার রাজাকারের বাচ্চারা আমার দেশে বসবাস করবে আবার পাকিস্তানের জার্সি গায়ে দিবে এদেশে পাকিস্তানের পতাকা উড়াবে তা কখনও হতে দেওয়া হবেনা। আমরা এই রাজাকারের শাবকদের কঠোরহস্তে দমন ও তাদের ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে বুকের রক্ত দিয়ে প্রতিহত করবো।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট