ধর্মের জন্য হয়না মানুষ-
মানুষের জন্য ধর্ম-
একে অপরকে হত্যা করা-
এ কোন ধর্মের কর্ম?
বাঘের শাবক বাঘ হয়-
হরিণের শাবক হরিণ-
মানুষের শাবক মানুষ না হলে-
ঋন হবে কুঋন।
বাঘের শাবক হরিণ হয় না-
হরিণের শাবক বাঘ-
মানুষের শাবক অমানুষ হয়,-
শুনতে ও লাগে অবাক।
সাম্প্রদায়িকতার বিষ বাস্পে-
কাদঁছে মানুষ অকাতরে-
মিয়ানমারের ধার্মিকতায়
যাচ্ছে মানুষ দেশান্তরে-।
বৌদ্ধ মুসলিম নেই ভেদাভেদ-
জন্তু জানোয়ারের মাঝে-
ধর্ম নিয়ে মানুষ হত্যা –
আমাদের কি সাজে ?
জীব হত্যা মহাপাপ-
বোদ্ধ ধর্মে রয় –
মানুষ হত্যা পাপ নয়-
কোন ধর্মে কয়!
রহিঙ্গারা কি মানুষ নয়–
বৌদ্ব ধর্মে সয়?
প্রানী হত্যা মহাপাপ-
বৌদ্বের বানীতে কয়-
রোহিঙ্গাদের গন হত্যা-
এটা কোন ধর্মে কি সয়?
শিক্ষায় দীক্ষায় এত বৈষম্য
রেখেছ পিছনে ফেলে-
এ কোন বিচারে তাড়াচ্চ তাদের-
দিচ্চ সীমান্তের ওপারে ঠেলে?
লেখক
বীর মুক্তিযোদ্ধা ডাঃ কাজল কান্তি দাস
সম্পাদক
ভয়েস সিটিজি।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট