একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক নারী। গুলশান থানায় করা এই মামলায় তার বিরুদ্ধে ভ্রূণ হত্যার অভিযোগও আনা হয়েছে। গতরাতে এই মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরকারী নারী একজন চিকিৎসক। তিনি এর আগে এক সংবাদ সম্মেলনেও শাকিলের বিরুদ্ধে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ওই নারী জানান, তিনি চাকরির জন্য সাত-আট মাস আগে শাকিলের কাছে গিয়েছিলেন। তখন তার সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। তাতে তিনি গর্ভবতী হন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট