কক্সবাজার প্রতিনিধি :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে উত্তরণ আবাসিক এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ দুজন উপজাতি যুবককে আটক করেছে।
রবিবার (৩১ অক্টোবর)দুপুর সাড়ে ২ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এঅভিযান পরিচালনা করা হয়েছে।
আটক আসামীরা হলেন, ১।মংচাই হ্লা মারমা (২৯),পিতা-চাইম্লা অং মার্মা,মাতা-হ্লাচিং উ মার্মা,সাং- জুম খোলা,২নং ওয়ার্ড নং,সোনাইছড়ি,নাইক্ষ্যংছড়ি- বান্দরবান।২।মংহাইন মার্মা (৩৩),পিতা-মৃত চিংহ্লা প্রু মার্মা,মাতা- লাংচিং মার্মা,সাং- জুম খোলা,২ নং ওয়ার্ড নং,সোনাইছড়ি,নাইক্ষ্যংছড়ি- বান্দরবান।
আটককৃতদর বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট