দক্ষিণ এশিয়ায় একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার ভাসা জাল ও জাল বসানোর সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় গড়দুয়ারা থেকে হালদার মুখ পর্যন্ত অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।
হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, হালদা নদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল থেকে হালদা নদীর বুড়িশ্চর ইউনিয়ন সংলগ্ন ছায়ারচর ও হালদার মুখ এলাকা থেকে মোট ১৫টি (১০ হাজার মিটার) অবৈধ ভাসা জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালে কোন মা মাছ আক্রান্ত হয়নি। অভিযানে সহযোগিতা করেন আইডিএফ ও সেচ্ছাসেবী রৌশনগীর। হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট