হাটহাজারীতে শুরু হয়েছে ২য় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগীতা। শনিবার (৮ জানুয়ারি) রাতে শিকারপুর ইউনিয়নের ইডেন ইংলিশ স্কুল ব্যাডমিন্টন কমিটি আয়োজিত এ প্রতিযোগীতার উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এসময় স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম প্রেসক্লাবে সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম।
এর আগে টুর্নামেন্ট উপলক্ষে গত বুধবার (৫ জানুয়ারি) দুপুরে নগরের সিনিয়রস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে করেছেন আয়োজক কমিটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে তিন ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন ৬৪ জন শাটলার। এর মধ্যে প্রফেশনাল ক্যাটাগরিতে ১৬ জন, নন প্রফেশনাল ক্যাটাগরিতে ৩২ জন এবং প্রবীণ ক্যাটাগরিতে ১৬ জন অংশগ্রহণ করবেন।
টুর্নামেন্টের মোট প্রাইজমানি ধরা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে প্রফেশনাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা পাবেন ৫০ হাজার, রানার আপ পাবেন ৩০ হাজার টাকা, নন প্রফেশনাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা পাবেন ৩০ হাজার, রানার আপ পাবেন ২০ হাজার টাকা। এছাড়া প্রবীণ ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা পাবেন ২৫ হাজার, রানার আপ পাবেন ১৫ হাজার টাকা।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট