চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক মোঃ সাকিব(১৯) ও মোঃ আব্বাস(১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। শুক্রবার হাটহাজারী -নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে দশটায় ফটিকছড়ি থেকে সাকিব ও আব্বাস মোটরসাইকেল যোগে হাটহাজারী দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুইজনের পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট