চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমা মাঠের সামনে মিনি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আরাফাত (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু নগরীর ষোলশহর ২ নম্বর গেইট এলাকার বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ইজতেমার মাঠ থেকে শিশুটি রাস্তার দিকে আসছিল। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট