হাটহাজারী পৌর সদরে রহিমা বেগম (৫৫) নামের এক নারী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কামালপাড়া এলাকার শফি ভবনে এই ঘটনা ঘটে।
নিহত রহিমা পৌর সদরের প্রবাসী মো. শফিকুল ইসলামের স্ত্রী। নিহতের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পরিবারের ছোট ছেলে ও বড় বউয়ের অনুপস্থিতিতে ভবনের ছাদের সিঁড়ি ঘরে তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী সদরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, শারীরিক অসুস্থতা ও মানসিক চিন্তায় আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ডায়বেটিক ও হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। আইনগত ব্যবস্থার পর পরিবারের কাছে নিহতের লাশ বুঝিয়ে দেওয়া হবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট