চট্টগ্রামের সীতাকুণ্ডে লোহার আঘাতে মো. মনির (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত মনির সলিমপুর গ্রামের মৃত মনছুর আহমেদের ছেলে।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে সলিমপুর সাগর উপকূলে এনবি শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার সলিমপুর সাগর উপকূলে অবস্থিত এনবি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় অসতর্কতাবশত মাথায় আঘাত পান শ্রমিক মো. মনির। আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তার মৃত্যু হয়।
এন. বি শিপব্রেকিং ইয়ার্ডের সত্বাধিকারী মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ইয়ার্ডে কাজ করার সময় মাথায় লোহার আঘাত পান। আমরা সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠায়। কিন্তু সেখানে তিনি মারা যান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট