অনিন্দ্য বৈদ্য সানী
ব্যুরো চীফঃ
দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে চকবাজার থানা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের বিশাল বিক্ষোভ মিছিল সহকারে যোগদান।
সাম্প্রদায়িক অপশক্তি রোধে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতি লিটন দাশ ইপ্তি ও সাধারণ সম্পাদক সূজন বলের নেতৃত্বে চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের মিছিল সহকারে যোগদান।এসময় আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা পূজা পরিষদের সহ-সভাপতি লিটন দাশ,রিমন চৌধুরী, লিটন দাশ ইমন,সঞ্জয় দাস,পন্ডিত বিশ্বজিৎ চক্রবর্ত্তী বিশু যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী দে,মিটু শর্মা,জিকু দেবনাথ,জয় দে,রিপন সিং সম্পাদকমন্ডলীর সদস্য জিকু রুদ্র জুয়েল, বিকি বিশ্বাস,সাজু বিশ্বাস,দিলীপ দাশ,নিপু, জয় চৌধুরী, মিঠু দাশ,আকাশ নন্দী,সাগর দাশ,আকাশ ধর,স্বপন সিং,অর্ণব রায় তীর্থ,অজয় দাশ,রাজন দাশ,বিজয় দাশ,জয় দাশ সহ প্রমুখ ।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট