ব্যাবসায়ী থেকে ইউপি সদস্য হয়ে এলাকার সেবা করতে চান,তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুণ ব্যাবসায়ী সাতকানিয়া ছদাহা ইউনিয়নের আবুল কাশেম ও তার সমর্থকরা।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ইউনিয়ন গুলোর পাড়া মহল্লার অলিগলিতে চলছে অঘোষিত নির্বাচনী প্রচারণা। শেষ ধাপের ইউপি নির্বাচন গুলোর সাথে হবে সাতকানিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোর নির্বাচন।
১৫ নং ছদাহা ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী আবুল কাশেমের সাথে ভয়েস চট্টগ্রাম প্রতিনিধির কথা হলে তিনি জানান, আমি অনেক বছর ধরে বিদেশে ছিলাম, ব্যাবসায়ীক কাজে এখনও প্রায় এলাকার বাহিরে থাকি কক্সবাজারেও আমার ব্যাবসা প্রতিষ্ঠান আছে, সে সুবাদে বাহিরে থেকে যেইটা অনুভব করতে পেরেছি, আমার ৩ নং ওয়ার্ড বাসী অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে এগিয়ে আসা প্রয়োজন। আমি যদি নির্বাচিত হয়, এলাকাবাসীকে সাথে নিয়ে আমার প্রথম কাজ হবে, এলাকা থেকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত করা। তার পরে হবে (সমস্যা যেখানে সমাধান সেখানে) আগে আমাদের সমস্যা গুলো নির্নয় করতে হবে। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান আমার অন্যতমও অঙ্গিকার,আমার ওয়ার্ডে আরও একটি স্কুলের প্রয়োজন এবং বিভিন্ন পাড়ার রাস্তাগুলো দীর্ঘদিন চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে এগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট