বুধবার বিকালে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর কসবা মাঝি পাড়ার আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের ঘরবাড়ী মেরামত ও সংস্কার কাজ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা। তিনি পরিদর্শন শেষে পুড়ে আগুনে পুড়ে যাওয়া জাতীয় পরিচয় পত্র প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, রংপুর জেলা প্রশাসক আসিব আহছান, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর জেলা আওয়ামীলীগ সভাপতি মমতাজ উদ্দিন, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেযারম্যান ও উপজেলা আ’লীগ সাংগাঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন,পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, উপজেলা ভুমি কর্মকর্তা খাইরুল ইসলাম, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরেস চন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট