শূন্যতার ভিড়ে ——-
তোমার পাহাড়ি চোখে মন্দাকিনী মেঘ —
বয়ঃসন্ধির বরফগলা নদী—
নদী কখনো ভাবতে দেয় না- নিষ্ঠুর জীবনবোধ—
ভাবতে দেয় না বাস্তবতার বজ্রাঘাত!
আজও জর্ডনের তীরে ভালোবাসা কথা বলে-
জেরুজালেমের জলপাই বনে ছায়ামূর্তি হেঁটে যায় –
ধূ ধূ লু হাওয়ায় স্বতঃস্রোতা আবে-জমজম
ছওর পর্বত থেকে লোহিত সাগরের উপকূল দিয়ে চলে যায় প্রেম।
আজও যমুনা পুলিনে প্রতিক্ষিতা প্রেমমত্তা রাধা
সরযু সরস্বতীতটে পূণ্যস্নানার্থী-
কপিলাবস্তুুর কাঙ্ক্ষিত জ্যোৎস্না গৃহত্যাগী বোধিবৃক্ষতলে-
হিরণ্যবতীর বিরহী ঢেউ নৈরন্জনার তীরে আছড়ে পড়ে।
পদ্মা -দারোয়ার তীরে তৃষ্ণার একান্ত নির্ব্বান-
তবু নিঃসীম শুন্যতার ভিড়ে কে কাকে খোঁজে-
আবহমান বাউলবাতাসে অনন্তকালের বিরহী হৃদয়
কোটিকল্প পেয়েও প্রিয়কে পাওয়ার সাধ মেটেনা কোনদিন।
কেউ মনে রাখেনি-
কতবার কেদেঁছিল রাধা।
লেখকঃ কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা ডাঃ কাজল দাশ
সম্পাদক ভয়েস চট্টগ্রাম।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট