কাউন্সিলর হিসেবে শপথ নিলেন নুর মোস্তফা টিনু, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে বিজয়ী চকবাজারের প্রভাবশালী যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু কাউন্সিলর হিসেবে শপথ গ্রহন করেছেন।
আজ রবিবার (৭ নভেম্বর) রাজধানীর ঢাকায় জাতীয় সচিবালয়ে স্হানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে স্হানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল সিটি করপোরেশনেরসহ আরো ৪ নবনির্বাচিত কাউন্সিলর শপথ গ্রহন করেন।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, স্হানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব হেলাল উদ্দিন আহম্মেদ, স্হানীয় সরকার সচিবসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট