সর্বোস্থরের মানুষের প্রশংসায় ভাসছে লালমোহন উপজেলা প্রশাসন, প্রতিবন্ধী যুবক নির্যাতনের ঘঠনায় আটক- ১
স্টাফ রিপোর্টার,ভোলা : ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জে মন্দিরের খুঁটির সাথে বেধে প্রতিবন্ধী যুবককে মারধরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১৯সেকেন্ডের অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সাথে সাথেই লালমোহনের স্মরনকালের মানবিক নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা কর্মতৎপরও চৌকস অফিসার ইনচার্জ,সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।নির্যাতনকারী তাপসকে রাতেই গ্রেফতার করে লালমোহন থানাপুলিশ।
এমন অমানবিক নির্যাতনের ঘটনা আইয়্যামে জাহেলিয়াতকে হার মানিয়েছে।নাড়া দিয়েছে সর্বোস্হরের মানুষের বিবেক।চোখের পানিও ধরে রাখতে পারেনি অনেকে।
নির্যাতনের শিকার ওই যুবকের নাম জয় চন্দ্র মেস্তুরী। সে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড নমগ্রামের শ্যামল চন্দ্র মেস্তুরীর ছেলে।
ভিডিওতে দেখা যায়, প্রতিবন্ধী যুবককে বেধে মারধর করছে একই এলাকার তাপস, অশীক চন্দ্রসহ আরও কয়েকজন।
এদিকে রাত দশটার দিকে নির্যাতনের শিকার যুবক জয় চন্দ্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার।
এসময় প্রতিবন্ধী সন্তান কে অমানবিক নির্যাতনকারী
তাপস ও অশীক চন্দ্রসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে জয়ের বাবা শ্যামল চন্দ্র মেস্তুরী।
অধুনা এমন অমানুষি জানোয়ারের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে দেশ/ সমাজে।যা প্রত্যক্ষ করে ভীষণ মনোযাতনায় নিঃশেষ হচ্ছে বিবেক তাড়িত মানবিক মানুষগুলো।
এ ঘঠনায় অভিযুক্তদের বিরুদ্ধে আশু ব্যবস্হা গ্রহন করায় নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা,ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমানসহ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন লালমোহনের সকল শ্রেনি পেশার মানুষ।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট