আজগর আলী খান
রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ায় বাসায় গরম পানির হটবক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরুপ দাশ নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু স্কুল হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অরুপ দাশ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্জন দাশের ছেলে।
পরিবার সূত্রে জানাযায় নিহতের মা পানি গরম করার সময় হটবক্স বিদ্যুৎ সুইজে দেওয়ার পর অসাবধানতা অবস্থায় অরুপ হাত দিলে বিদ্যুৎস্পুষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সে খান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিষ্টীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত অরুপ দাশের মরদেহ তাদের নিজ বাড়ী চট্রগ্রামের অানোয়ারাই নেওয়া হয়েছে বলে জানাগেছে। এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঙালহালিয়াতে এক স্কুল পড়ু্য়া ছেলে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তার পরিবারের লিখিত বক্তবে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেওয়া হল। এ ব্যাপারে চন্দ্রঘোনায় থানায় একটি অপমৃত্যর মামলা দায়ের করা হয়েছে।