মোঃ, আজগর আলী খান
রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার অসহায় হত দরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করেছেন সেনাবাহিনী কাপ্তাই জোন।
৩ নভেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলার হলদীয়া পাড়া নামক এলাকায় অসহায় হত দরিদ্র ৮০ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর মোহাম্মদ হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন।
বিতরণ কালে তিনি বলেন, এলাকায় যারা অসহায় হত দরিদ্র পরিবার অাছেন, বাংলাদেশ সেনাবাহিনী অাপনাদের পাশে অাছে, পাশে থাকবে। সেনাবাহিনী অাইন শৃঙ্খলা রক্ষার পাশা পাশি উন্নয়নে চিকিৎসা সেবা সামাজিক সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। ফলে বাংলাদেশ সেনাবাহিনী এ দেশের সুনাম অর্জন কারী একটি সংস্থা। বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ড অফিসার, মোহাম্মদ শহিদুউল্ল্যাহ, ওয়ারেন্ড অফিসার, মোঃ অাকরাম প্রমুখ।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট