চট্টগ্রামের রাউজানে জেসমিন আকতার (১২) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গশ্চি নয়াহাট এলাকা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
জেসমিন আকতার ওই এলাকার সবজি বিক্রেতা মুহাম্মদ সোলেমানের মেয়ে। সে গশ্চি ভানুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পঞ্চম শ্রেণির পরীক্ষা দিয়েছে।
জেসমিনের পরিবার ও পুলিশ জানায়, বেশ কিছুক্ষণ মেয়েটির খোঁজ না পেয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা টিনশেডের ঘরের একটি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাত ৯ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
নিহত স্কুলছাত্রীর বড় ভাই মুহাম্মদ হাসান বলেন, সন্ধ্যার পরেও বোন জেসমিন ঠিক ছিলো। এরপর কিভাবে কি হলো বুুঝতে পারছেন না তারা কেউই।
তিনি জানান, তারবগলায় স্কুলের পোশাকের স্কার্ফ পেছানো অবস্থায় শোয়ার কক্ষের খাটের একটু দূরে ঝুলছিল লাশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে তারা মনে করছেন মায়ের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনাটা পরিস্কার হবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট