কোভিড ভয় উপেক্ষা করে ৪৮ জন বীরমুক্তিযোদ্ধা জড়ো হন। ২২ জানুয়ারি ২০২২ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ৭১ সভার সভাপতি বীরমুক্তিযোদ্ধা রফিকুল আলম। বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, নৌকমান্ডার মোশাররফ হেসেন, আবদুল হালিম খান, অধ্যাপক নুরুল আমিন, আবদুর রাজ্জাক, আবুল হায়াত হেদায়েত, সন্তান কমান্ডের মহাসচিব শফিকুল ইসলাম বাবু প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন বীরমুক্তিযোদ্ধার সন্তান সুপ্রিমকোর্টের এডভোকেট নাহরিন তানিয়া ও কবি আসরাফ হায়দার।
সভায় বীরমুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী রণাঙ্গনের যোদ্ধা’৭১ এর একটি ঘোষণা পত্র উত্থাপন করেন।উপস্থিত সবাইকে ইহার মতামত দিতে বলা হয়। পরবর্তী সভায় সবার মতামতের ভিত্তিতে ঘোষণা পত্র গৃহিত হবে।
সভায় বীর মুক্তিযোদ্ধা রাজজাকুল হায়দার চৌধুরীকে আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ও আবদুল হালিম খানকে যুগ্ম আহবায়ক ও শামসুল আলম শামসকে সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা সর্ব জনাব রফিকুল আলম, অধ্যাপক নুরুল আমিন আবদুর রাজ্জাক প্রমুখকে সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।