রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (১৮ এপ্রিল) দেশটির অর্থনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে রাশিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটিকে ‘আত্মঘাতী গোল’ হিসেবে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, তাদের আত্মঘাতী গোলের কারণে পশ্চিমা দেশগুলোতে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে।
রাশিয়ার নিজস্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন জানান, বর্তমানে রাশিয়ার মুদ্রাস্ফীতি স্বাভাবিক হচ্ছে।
তাছাড়া রাশিয়ার নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য মানুষের মধ্যে যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল ও খুচরা পণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল সেটিও স্বাভাবিক হয়ে এসেছে।
রাশিয়া ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি প্রথম হামলা করে।
এর দুইদিন আগে দোনবাসের দোনেৎস্ক ও লুহানেস্ককে আলাদা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন তিনি।দোনবাসের এ দুটি অঞ্চলকে স্বীকৃতি দেয়ার পরই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে পশ্চিমা দেশগুলো। এরপর ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করার পর কঠোর সব নিষেধাজ্ঞা দিতে থাকে তারা।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট