নারীর কান্নায় দেবতা কহে-
কোনখানে যেতে এত আযোজন-
নারী কহে পতিসহ যাব স্বর্গে-
তাহায় তো করিয়ছি মন।
ধরা ছাড়ি কেন নারী-স্বর্গ চাহ তুমি?
দেবতা হাসিয়া কহে-
হে জননী-এ ধরনীভূমি-
তাহারি কি নহে?
কর জোড় করি নারী-বিস্ময়ে অবাক-
যদি স্বামী পাই- স্বর্গ দূরে থাক।
ফিরে যাও নারী-মাসেকের পরে-
তোমার স্বামী ফিরে আসবে ঘরে?
নারী শুদ্ব চিওে নির্জনে তুলসী দেয় প্রত্যহ-
কি যেন মন্ত্রবলে নারী-একমনে অহরহ-
একমাস পরে প্রতিবেশী দলে-
জিজ্ঞাসিল তারে-
শুধাইল নারী এক গাল হেসে-
পেয়েছি তাহারে।
শুনে তারা বলে-কহো তবো কহো মোরে-
নারী হেসে কহে- প্রভূ রয়েছেন-
আমারি অন্তরে।
কাজল দাশ।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট