মুক্তিযুদ্বের না বলা কথা—-
৬ দফার বিরুদ্বে মামলা করেই-
পাকিস্হানীরা বাঙালীর ফাঁদে পা দিলো-
৬দফায় গ্রেফতার-১নং আসামী শেখ মুজিব-
মওলানা ভাসানী গর্জে উঠলেন-
জেলের তালা ভাঙবো- শেখ মুজিবকে আনবো-
সারটা জাতির একটা শ্লোগান-
ভাসানী বললেন-বাঙালী মাথা নত করে নাই-
সম্রাট অশোকের দম্বের কাছে-
বশ্যতা স্বীকার করে নাই- মোগলদের কাছে-
মান্য করে নাই বৃটিশদের কাছে-
দাসত্ব মানবেনা-পাকিস্হানী জালেমদের-।
নেতৃত্বের অভাব ঘুচেছে-
এবার শেখ মুজিব আন্দোলনের নেতা।
পুর্বের আকাশ পশ্চিমে ঢাকলো,-
৯৬ হাজার পাকিস্হানী সৈন্য-
নিঃশর্ত আত্ম সমর্পন করলো-
পুর্বাণ্চলীয় কমান্ডার অরোরার কাছে-
ঠিক হিটলারের রাশিয়া আক্রমনের মতো?
বরফে আটকে সৈন্যরা পরাস্হ্র হিটলার।
জনকের থোকা থোকা রক্ত দেয়ালে লেপ্টে আছে-
আম জাম ডালিমের দল বহাল তবিয়তে-
যুদ্ব হয়েছিল জিন্দাবাদের বিরুদ্বে- জয় বাংলার-
উদয়াস্হের রবিশশী আজ জনকের ফ্রেমে বাধাঁ ছবি।
নয়মাস পকিস্হানী জেনারেল তত্বাবধানে থাকায়-
খালেদাকে গ্রহনে অস্বীকার করলেন-
জিয়াউর রহমান কে প্রমোশন দিলেন- যে খেতাব –বাংলাদেশে আর কেউ পায়নি-
বীর উওম খেতাব দিয়ে-
বললেন- খালেদা আমার মেয়ে হিসাবে গ্রহন কর?
এটাই হচ্ছে বাংলার ইতিহাস।
বাঙ্গালী জাতির ভুলতে লাগে- সাড়ে তিনদিন।
ডাঃ কাজল দাস।
সম্পাদক ভয়েস সিটিজি।
বীর মুক্তিযোদ্বা।লেখক
প্রাবন্ধিক, কলামিস্,ট
” বিধ্বস্হ স্বদেশ বিপন্ন মানবতা”
নিজ গ্রন্হ থেকে” প্রিয়ার চিঠি-।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট