চট্টগ্রাম মহানগরীর বন্দরটিলা এলাকায় বাহাদুর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাহাদুর মার্কেটেের ১৪টি দোকান পুড়ে গেছে। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে অগ্নিকাণ্ডের সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আর আগুন সম্পূর্ণ নির্বাপণ হয় সকাল সাড়ে ৭টার দিকে।
ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আগুনে মার্কেটের ১৪টি দোকান পুড়ে গেছে। এরমধ্যে কাপড়ের দোকান ও মুদি মালের দোকান ছিল। প্রতিটি দোকানের আয়তন ৫ থেকে ৮ ফুট হবে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা যাবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট