ভার্চুয়াল সময়——
জানতে চেয়ে লাভ কি হবে বলো
কেমন আছি কাটছে কেমন দিন,
লক ডাউনের পৃথিবীটা জুড়ে
ভালোবাসা হয়নাতো রঙ্গীন।
হাত বাড়ালে যায়না পাওয়া হাত
দুই হৃদয়ে হয়না মিলন আর,
ঘনিয়ে আসে নিকষ কালো রাত
জীবন যেন অথৈ পারাবার।
জানতে চেয়ে লাভ কি হবে বলো।
কেমন আছি বন্দিশালায় সব,
আশায় বাঁচি হাটে মাঠে ঘাটে
সবাই মিলে করব কলরব।
নেই মানুষের স্বভাব সুলভ ভাব
পৃথিবীটা ঝিমোচ্ছে আজ হায়,
উড়ে গেছ সবার চোখের খাব
বেঁচে থাকা হলো যেন দায়।
জানতে যে চাও আমি কেমন আছি
একা কি আর ভালো থাকা যায়,
একা থাকার দিন গিয়েছে চলে
সবাই বুঝি মরব করোনায়।
মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে লাখে
বেঁচে থাকার আশা সবার ক্ষীন
মরন যেন খেলছে হোলি খেলা
ভালবাসা হয়নাতো রঙ্গীন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট