বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের, বীর প্রতীক, অবস্থা সংকটাপন্ন। তার ব্রেইন স্ট্রোক হয়েছে। তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল তথা সিএমএইচে চিকিৎসাধীন আছেন।
সাবেক সেনা কর্মকর্তা ও প্রবীণ রাজনীতিক সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এখন সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানিয়েছেন কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব। আজ বুধবার, ৩০ মার্চ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
সাকিব বলেন, ডিওএইচএসের বাসায় গতকাল মঙ্গলবার, ২৯ মার্চ সকালে অসুস্থ হয়ে পড়লে জেনারেল ইবরাহিমকে সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের এইচডিইউ তথা হাই ডিপেনডেনসি ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি।
কল্যাণ পার্টির এ নেতা বলেন, জেনারেল ইবরাহিম ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। আজ বুধবারই তার ব্রেইনে রিং পড়ানোর কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশপ্রেমিক এ সেনা কর্মকর্তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট