১৯৪৭ সালে স্বাধীনতার পর দেশটির প্রধানমন্ত্রীর মেয়াদকাল পাঁচ বছর হলেও বর্তমান ২২তম সময়কালের, আগের কোনো প্রধানমন্ত্রীই তার মেয়াদ পূর্ণ করতে পারেননি। সামরিক অভ্যুত্থান, হত্যা, বরখাস্ত, সেনাবাহিনীর চাপসহ নানা কারণে চেয়ার ছাড়তে বাধ্য হয়েছেন।
এর মধ্যে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সর্বশেষ প্রধানমন্ত্রী ইমরান খানও পূর্বসূরিদের ভাগ্যবরণ করতে যাওয়ার পুর্ব মুহুর্তে প্রেসিডেন্ট আইন সভা ভেঙ্গে দেয়ায় নতুন নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে বাধ্যবাধকতা রয়েছে।
মেয়াদ উত্তীর্ণ না করা পাকিস্তানের বয়সে ৭৫ বছরের প্রধানমন্ত্রীদের একনজরে।
(১) প্রথম প্রধানমন্ত্রী লেয়াকত আলী খান।(২) খাজা নাজিমুদ্দিন।(৩) মোঃ আলী বগুড়া।(৪) চৌধুরী মোঃ আলী।(৫) হোসেন শহীদ সোহরাওয়ার্দী।(৬) ইব্রাহিম হোসেন চুন্দ্রীগাড়।(৭) ফিরোজ খান নুন।(৮) নুরুল আমিন।(৯) জুলফিকার আলী ভুট্টো (১০) মোঃ খান জোনেজু।(১১) বেনজির ভুট্টো।(১২) মিঞা নওয়াজ শরীফ।(১৩) বেনজির ভুট্টো।(১৪) মিঞা নওয়াজ শরীফ।(১৫)মীর জাফরুল্লাহ খান জামালী।(১৬) চৌধুরী খান জামালী।(১৬) চৌধুরী সুজাত আলী।(১৬)শওকত আজিজ।(১৭) ইউচুপ রাজা গিলানি।(১৮)রাজা পারভেজ আশরাফ।(১৯) মিঞা নওয়াজ শরীফ।(২০) শহীদ কাকান আব্বাসী।(২১) ইমরান খান নিয়াজী।
তথ্য সুত্র ওমর ফারুক আহমেদ।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট