নারী তুমি সতীত্বের পরীক্ষা দেয়া-
ধরিএীর শুদ্বতম প্রকৃতির খেয়াল-
পদে পদে তোমার ঘাট পেরোনোর দেযাল-
নারী তুমি জানো না-
কোন ঘাটে তোমার ভীড়বে তরী।
নারী তুমি বৈকুন্ঠের ভ্রকুটি-
কান্নায় শুরু- কান্নায় শেষ-
জন্মে কাঁদো-জন্ম দিতেই কাঁদো-পিতৃ শোক-
মাতৃ শোক-পুএ শোক- সব তোমার ভোগ।
পুরোনো যত প্রথা-সব নারীর জন্য-
প্রথা মানে শৃঙ্কলতা-সব বন্দীর মতো-
নূপুরের নামে পায়ের শৃঙ্কল-
নাক কান সৌন্দয্যের নামে অঙ্গছেদ।
নারী তোমারই শুধূ- লগ্ন ভ্রস্টা হবার ভয়?
তোমার জন্যই পিতা মাতার আাকন্ঠ দূঃশ্চিন্তা-
সতী হও- পাতালে প্রবেশ করতে হবে-
পার্বতী হও তো যজ্ঞের অগ্নিতে ঝাঁপ দাও?
বাইবেল কোরানের হারুত মারুত তোমার কারনে-
উর্ধপদে হেটমুন্ডে ঝুলছে অনন্ত কাল-
তোমার রুপের আগুনে পুড়েছে-
মাইকেলের দাডিম্ব কদম্ব।
তুমিই স্বর্গ কন্যা উর্বশী মেনকা রম্ভা তিলোওমা-
দেবতাদের আসরে মনোরন্জন করতে হয়?
তুমিই সংসারের নামে- বিনা বেতনের কর্মচারী?
যেন কাজের মাসী- সব কিছু যার নখ দর্পনে।
কালে কালে যুগে যুগে ট্রয়ের হেলেন-
তুমি চিতোরের পদ্মীনি-মিশরের ক্লিওপেট্টা-
তোমার একটা চুমুতেই যুদ্ব থেমে যায়?
তোমার একটা চুমুতেই –
অস্টম এডওয়াড বৃটিশ রাজ সিংহাসন ত্যাগ করে।
সম্পাদক
ডা কাজল দাশ।
ভয়েস সিটিজি
২৬-১০-২১
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট