চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ মো. শাকিল (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাকিল পূর্ব সাতবাড়িয়া সাবেক পাড়ার আবুল কাশেমের ছেলে।
বুধবার (১৭ নভেম্বর) ভোরে চন্দনাইশের পূর্ব সাতবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার বলেন, গ্রেপ্তার শাকিলের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। এ মামলায় আটক হয়ে দীর্ঘদিন হাজত বাসের পরে জামিনে এসে ফেসবুকে অস্ত্র দেখিয়ে স্ট্যাটাস দেয়। আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট