আজ ১১ নভেম্বর সম্পুর্ন হওয়া ইউপি নির্বাচনে চট্টগ্রাম জেলার বৃহত্তর উপজেলা ফটিকছড়ির ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ৭ জন ও ৫ স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন
বাগান বাজার ইউনিয়নে –
শাহাদত হোসেন সাজু (স্বতন্ত্র),
দাতঁমারা ইউনিয়নে-বর্তমান চেয়ারম্যান জানে আলম (নৌকা),
নারায়ণহাট ইউনিয়নে- আবু জাপর মাহামুদ (স্বতন্ত্র). হারুয়ালছড়ি ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী( স্বতন্ত্র), পাইন্দং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সরওয়ার হোসেন স্বপন (স্বতন্ত্র)
কাঞ্চন নগর ইউনিয়নে কাজী মোহাম্মদ দিদারুল আলম(নৌকা),,সুন্দরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী(নৌকা), রোসাংগীরি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সোয়েব আল সালেহীন(নৌকা), সমিতিরহাট ইউনিয়নে -বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ ইমন(নৌকা), ধর্মপুর ইউনিয়নে- কাজী মাহমুদুল হক (নৌকা),, জাফতনগর ইউনিয়নে – জিয়া উদ্দিন জিয়া (স্বতন্ত্র),এবং আব্দুল্লাহপুরে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেন বর্তমান চেয়ারম্যান ওহিদুল আলম জুয়েল(নৌকা)।
লেলাং ও বখতপুর ইউনিয়নে দু’চেয়ারম্যান প্রার্থীর রিট-আপিলের কারণে উচ্চ আদালত চেয়ারম্যান পদে নির্বাচন ৬ সপ্তাহের জন্য স্থগিত রেখেছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট