নিঃস্পাপ স্বদেশ।
সম্পাদকীয়।
একদিন দেশ মাতৃকায় টান ছিল-
নদীতে বান ছিল-
রাখালের গান ছিল-
সহোদরের ভ্রাতৃত্ব ছিল-
তেরশো নদীর কলতান ছিল-
আকাশে আকাশী মেঘের ঘ্রান ছিল-
আজ সব খেয়ে ফেলেছে-
বন খেকো বন-ধন খেকো ধন।
আকাশ কাঁদে আষাঢী মেঘে-
অজস্র ঢেউয়ের নির্মম আঘাত-
গ্রাম আজো খোঁজে নাগরিক প্রেমে-
যে ভাষার শব্দ চাষে-
প্রান দিয়েছিল সালাম বরকত-
স্বাধীনতার ফসল কাটতে-
তবু ও অলিতে গলিতে রক্তের হোলি-
আজো কিশোরীর সম্ভ্রম লুট হয়-
ছিনিয়ে নেয়া হয়- বিধবার সোহাগ-
তবু জাগে- চাঁদ,
জাগে -কবি।
অন্ধকারে ঘুমন্ত সভ্যতা আলোকিত হোক-
পলিথিনের পশরার পঙ্কিল নদী-
করোনার করাল গ্রাসে ভয়ার্ত বিশ্ব-
সাম্প্রদায়িক বিষবাস্প-নিন্স্কিয় করতে-
কখন বাজবে হেমিলনের বাঁশী?
মর্ত্য যখন করোনায় আক্রান্ত-
তবু ও মাক্সে অনীহা-
আজো একেঁ যায়-
মানুষের জন্য একটা সুনিশ্চিত সকাল-
আমি বিস্মৃত নয়নে চেয়ে থাকি-
তখন ও দূয়ারে দেখি- সুবর্ন সকাল।
লেখকঃ বীর মুক্তিযোদ্ধা ডাঃ কাজল দাশ
সম্পাদক
ভয়েস সিটিজি।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট