নববর্ষ করুনা ধারায় এসো—–
চলে গেল আরও একটি বছর-
চলে যাওয়া ভাবলেই বড্ড মন খারাপ করে-
সবাই কেমন চলে যায়….
সময় চলে যায় -আপন চলে যায়-
শৈশব চলে যায় -যৌবন চলে যায়-
সময়ের সাথে সাথে আমরাও ফুরিয়ে যাই-
,এইতো চলা…
এমন বিস্ময়ের বছর যেন আর না আসে-
মানব জাতির কাছে”” বিষময়”” আতঙ্ক, উদ্বেগ, অনিশ্চতা ছিল যার সঙ্গী।
গৃহবন্দী আট মাস- ভাইরাসের দাপটে এস্ত্র পৃথিবী।
২০২০ বছরটি পৃথিবীর জন্য দূঃখের বছর,
প্রিয়জন হারানোর বছর।
কর্মহীন শতকোটি মানুষ,
পুএ চোঁয়নি পিতার লাশ,
সারা বিশ্বে কফিন সংকট,
বাতাসে লাশের গন্ধ।
এমন বছরটি আর এসো না-
বিদায় কোভিট-১৯,
বিদায় ২০২০.
আজ যদি চলে যায়-
কাল কি হবে না হবে-
নাহি জানে কেহ—
আজ আলো আছে-
কাল নিভে যাবে পাছে-
অন্ধকারে নিভে যাবে গৃহ।
প্রতিদিন বহে মৃদূ সমীরন-
প্রতিদিন ফোটে ফুল-
ঝড় শুধূ আসে ক্ষনিকের তরে-
সৃস্টির এক মহাভুল।
প্রতিদিন যারা আছো সুখে দূঃখে-
আমি তোমাদের নই—?
এসেছি নিমিষে,যাইব নিমিষে বই।
এসো হে নবীন -তোমায় বরন করি-
তোমার হাতে তুলে দিলাম-
আগামী পৃথিবীর সব সুখের বারি।
জীবন যখন ফুরিয়ে যায়-
করুনা ধারায় এসো—-?
ডা কাজল দাশ।
১ /১/২৩
শুভ নববর্ষ।———-(বাইশ)
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট