বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে খুলনার সাবেক মেয়র নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ শনিবার (২৫ ডিসেম্বর) ঢাকা বিএনপি র নয়াপল্টনের কার্যালয়ে দলের যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জনাব নজরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বরত নজরুল ইসলাম মঞ্জুর স্থলে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের পুত্র অনিন্দ্য ইসলাম অমিতকে খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট