চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার গুলজার মোড় এলাকায় দুই খাবারের দোখানকে ৬৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।
অদ্য ইং ১৫/১২/২০২১ তারিখ ১১: ৫০ ঘটিকায় জনাব, মোহাম্মদ ফয়েজ উল্লাহ, উপ-পরিচালক ও জনাব নাসরিন আক্তার, সহকারী পরিচালক, জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষন অধিদপ্তর, টিসিবি ভবন(৩য় তলা), বন্দরটিলা, চট্টগ্রাম দ্বয় তাহাদের সংগীয় ৯, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রামদের নিয়ে অত্র থানাধীন চট্টেশ্বরী রোডে গুলজার মোড়স্থ কোচিং সেন্টারের বিপরীতে কেবি প্লাজায় কফি ম্যাকস(৪র্থ তলায়) এবং ফেইসবুক চাইনিজ রেস্টুরেন্টে(২য় তলায়) অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযান পরিচালনায় সিরা-২৩ ডিউটির এবং স্পেশাল-২৩ ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্স গন তাহাদের সহযোগীতা প্রদান করে। অভিযান পরিচালনা কালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হইতে আগত কর্তৃপক্ষ কফি ম্যাকস রেস্টুরেন্টে অস্বাস্থকর এবং নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য প্রক্রিয়াকরণ ও ডিপ ফ্রিজে কাচা মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষন করা আছে মর্মে পর্যবেক্ষন করিয়া উক্ত রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হইতে ২৯০০০(উনত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করেন।
এবং একই কারণে ফেইসবুক মিনি চাইনিজ নামক রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হইতে ৩৫০০০(পয়ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করেন। উল্লেখ্য যে, উক্ত অভিযান চলাকালে রেস্টুরেন্ট দুটির কর্তৃপক্ষ অভিযান চলাকালে নিজেরাই হোটেল দুইটি সংস্কার করবে মর্মে ভোক্ত অধিকার সংরক্ষন অধিদপ্তর কর্তৃপক্ষের উপস্থিতিতে মৌখিক অঙ্গিকার করে নিজেদের হোটেলের সংস্কারের নমুনা সুচনা করে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট