চট্টগ্রাম নগরীর কদমতলী রেলক্রসিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে আসা শাটল ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কদমতলী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই আবু হানিফ।
তিনি বলেন, রেল আসার আগেই রেল গেটের দুইপাশের গেটবার ফেলে দিয়েছিলেন গেটম্যান। কিন্তু সিএনজি অটোরিকশার চালক উল্টো দিক দিয়ে এসে রেলক্রসিংয়ে ঢুকে যায়। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে যায়। আমরা এসে কাউকে পাইনি।
সিএনজিতে যাত্রী থাকলেও শুনেছি কেউ তেমন আহত হননি।
তিনি আরও বলেন, ট্রেনেরও কোনো সমস্যা হয়নি। ট্রেনটি সঠিক সময়ে বটতলী স্টেশনে পৌঁছেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট