সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রেজাউল করিম।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে বায়েজিদ লিংক রোডের সুপারি বাগান সংলগ্ন ছিন্নমূল এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ কার্যক্রমে সহযোগিতা করেন ‘এসো মানুষের জন্য কিছু করি’ নামক এক সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্টার ড. ডেভিড ডেলান, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ, সহ সভাপতি ফরিদ আলম, সমাজকর্মী নেছার আহমেদ খান, ওবাইদুর রহমান, শিক্ষাবিদ উত্তম কুমার আচার্য, সংস্কৃতিকর্মী সজল কান্তি চৌধুরী, মুজিবুল্লাহ তুষার, ফুলকলির জিএম এম এ সবুর মনিকা রানি ধর প্রমুখ।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট