তুমি ত কিছুই নিলে না-।
তুমিত কিছুই নিলেনা,
সঞ্চিত ভালোবাসা অবারিত প্রেম
আর প্রনয় স্নাত দারুণ জোছনারাত
হিসেব নিকেশ শেষে আমার স্বপ্ন গুলো অবিকল আমারই থেকেছে।
কিছুই নিলেনা তুমি সুখের হিমেল হাওয়া,
চরম কষ্ট পাওয়ার সোনালী রুপালী দিন
নিরিবিলি নিঝুম রাতে পাঁজরের রঙিন শরম,
একাকী কালনি নদী সারারাত শেষে
অনর্গল বিলিয়েছে জোয়ার ভাটায় কাতরতা।
হৃদয়ের বর্ণিল রঙ
অমল উজ্জল ঢঙ
তুমিত কিছুই নিলেনা।
অসংখ্য ফুলের ঘ্রান
ম্রিয়মাণ নক্ষত্রের আলোয় ভরা নীল আসমান
মেঘ মুক্ত অমেয় মাঝ রাতের
ঝিরিঝিরি সুনীল আকাশ আমার
হঠাৎ চমকে উঠে, আবেগী বাহু পাশ
কিছুই নিলেনা
উজাড় করে দিলাম হৃদয়ের সমস্ত সব
ঝরনার কলকল ছলছল পতিত আওয়াজ
হিসেব নিকেশ শেষে আমার কামনা বাসনা
অবিকল আমারই থেকেছে
আমার হৃদয় আর হলোনা হৃদয়গ্রাহী
কেবল বেড়েছে ধার দেনা
পরিশেষে মনে হলো আমিত আমিই আছি
তুমিত কিছুই নিলেনা।
লেখকঃ
বীর মুক্তিযোদ্ধা ডাঃ কাজল কান্তি দাস
সম্পাদক ভয়েস সিটিজি।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট