আজ ফাগুনের রঙ্গের মেলায়-
হাজার কুসুমের সুরভি-
সকল বেদনা মরমীয়া হতো-
পাশে তুমি ছিলে যদি।
আমি কাগজের নৌকা ছিলাম
নদীর বুকের সলিলে
উত্তাল তরঙ্গ তুলে তুমি-
কেন যে আমায় ডুবালে?
মুক্ত বাতাস যদি হতে চাই-
ধোঁয়া হতে চাও তুমি-
এমন প্রেয়সী কি এ জনমে –
আর কি পাবো আমি।
,তোমার ভেজা নিঃশ্বাস-
অনুভব করে জেনেছি এ এিসত্য
মানুষের হৃদয়ের জন্ম হয়-
শুধুই হৃদয়ের সংসারে অনিত্য।
মোরা বসে কাদিঁছি হেথায়-
শুন্যে চেয়ে ডাকিছি তোমায়-
মহা সে বিজন মাঝে হয়তো বিলাপ ধ্বনী-
মাঝে মাঝে শুনিবারে পাবে-
তবু ও কি তুমি ছেড়ে যাবে?
অনুভবে তুমি থাকিবে আমার
সকল গগন ঢাকি-
তোমাতেই থাক সকল যে আর
তোমাতেই ঢেকে রাখি।
শোকের আবহে বিরহের কথা-
শোকাশ্রুতেই লিখি-
প্রেমের কবিতা লিখিতে গেলেই-
চিতার অনলে দহি?
লেখকঃ বীর মুক্তিযোদ্ধা ডাঃ কাজল দাশ।
সম্পাদক ভয়েস চট্টগ্রাম।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট