ডিজিটাল মার্কটিং এ বাংলাদেশ এর অগ্রগতি এখন চোখে পরার মত। অনলাইন প্ল্যাটফর্মকে বানিজ্যিকভাবে ব্যবহার করার জন্য চাই সঠিক অনুশীলন। তাই চট্টগ্রামের সনামধন্য একজন মার্কেটিয়ার এর কাছে আমরা জানতে চেয়েছি এর সম্পর্কে।
চটগ্রামে মার্কেটিং নিয়ে কাজ করছেন উদ্যমী মাহবুব হাসান। যিনি ব্র্যান্ডিং ফার্ম গ্রো বাংলাদেশে এর প্রতিষ্ঠাতা।
চট্টগ্রাম নিয়ে যার ভাবনার অবকাশ নেই। সারা দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মার্কেটিং ও ব্র্যান্ডিং বিয়ে কাজ করছেন তিনি। দেশের মার্কেটিং অবস্থা নিয়ে জানতে চাইলে তিনি বললেন – দেশের মার্কেটিং এর অবস্থার মূল্যায়ন করলে আপনি দেখবেন মার্কেটিং এর চর্চার অনেক ঘাটতি। কয়েকদিনের কোর্সে কেউ ডিজিটাল মার্কেটিয়ার বনে যান আবার কেউ স্নাতক শেষ করে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করে হয়েছেন মার্কেটিয়ার। আমি আসলে চর্চার বিষয়টাকে মনোযোগ দিতে বলছি।
মার্কেটিং একটা শিল্প। প্রদর্শনীর পরিকল্পনার অন্যতম
পদ্ধতি হলো এটি। একই পণ্যের বিক্রেতা এখন বাজারে অনেক। ক্রেতার পছন্দসই হওয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার! তাই ক্রেতাকে সবার আগে প্রাধান্য দেয়া উচিৎ। আপনি নিজের পছন্দমত প্রদর্শনী করবেন সে অধিকার আপনার আছে, তবে এর ফলাফল নিয়ে আপনি চিন্তাযুক্ত হতে পারেন। তাই রিসার্চ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকেই চর্চা শুরু হয়। কাস্টমার বা গ্রাহকের অবস্থান সম্পর্কে পরিপূর্ণ অবগত হওয়াটাই মার্কেটিং এর প্রদান বিষয়।
এ নিয়ে মাইক গোস্প এর একটা উক্তি আছে যেটা খুব চমৎকার “Who ever understand the customer best, Wins.”
আমাদের দেশে এই বিষয়টার চর্চা আরো হওয়া দরকার বলে আমি মনে করি।
যেমন খুশি তেমন সাজিয়ে মার্কেটিং, অপেশাদারিত্ব এর বহিঃপ্রকাশ বলে আমি মনে করি।
চট্টগ্রাম নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি মৃদু হাসিতে বললেন
চট্টগ্রাম আমার প্রাণের শহর। এ শহরকে ঘিরেই আমার স্মৃতি তৈরি হচ্ছে। তাই স্মৃতিতে মূল্যবান কিছু যোগ করতে চাই। চট্টগ্রামের ব্যবসায়ীদের নিয়ে সামনে ওয়ার্কশপসহ বেশ কিছু পরিকল্পনা রয়েছে। যেখানে আমি চাই, ভিন্নধারার ও সঠিক পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করতে। দেশের সেরা মার্কেটপ্লেসের মধ্যে চট্টগ্রামকে অনন্য এক উদাহরণ হিসেবে দেখার স্বপ্ন দেখি এবং বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছি।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট