ট্রাফিক পুলিশের দৈনিক ও মাসিক মাসোহারায়, লাইসেন্স বিহীন অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার দিয়ে চকবাজার থেকে কোতোয়ালী সড়কে প্রতিদিন চলাচল করে, শতশত অবৈধ ব্যাটারী চালিত টমটম গাড়ি।
চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে কোতোয়ালী পর্যন্ত সড়কে লাইসেন্স বিহীন অপ্রাপ্তবয়স্ক কিশোররাই চালাচ্ছেন তিন চাকার অবৈধ এই টমটম, ঘটছে প্রতিনিয়ত নানান দুর্ঘটনা , এসব টমটম গাড়ির রুট পারমিটসহ কোন বৈধ কাগজপত্র না থাকলে ও ট্রাফিক পুলিশকে মাসিক ও দৈনিক মাসোহারা দিয়ে চলছে এসব ঝুকিপূর্ণ যানবাহন।
(১০ জানুয়ারি) সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় চকবাজার বালি আর্কেডের সামনে সরেজমিনে ভয়েস চট্টগ্রাম’র প্রতিনিধি টিটু বড়ুয়া এসব টমটমের বিভিন্ন বয়সের কিশোর ড্রাইভারদের থেকে লাইসেন্স ছাড়া কিভাবে গাড়ি চালাও জানতে চাইলে, সুজা এক ট্রাফিক পুলিশের এটি এসআই সুজনকে দেখিয়ে দিয়ে বলেন, মামারা টাকা নেয় কিছু বলেনা। কোন সংগঠন বা নেতা আছে কিনা জানতে চাইলে বলেন, আগে অনেক নেতা ছিলো এখন কেউ টাকা নেয়না, শুধু পুলিশকে মাসিক ও দৈনিকের টাকাটা দিলে কোন ঝামেলা ছাড়াই গাড়ি চলে বলে জানান এই কিশোর ড্রাইভার।
তিব্র যানজট নাখাল তেলিপট্টি থেকে সিরাজদৌল্লাহ রোডসহ পুরো চকবাজার এলাকা, এদিকে গাড়ি থেকে চাঁদা আদায়ে ব্যাস্ত দায়ীত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা।কিছুক্ষণ পর পর দেখা যায় ট্রাফিক পুলিশের এটি এসআই সুজন একেকটি গাড়িতে উঠে কিছুদূর গিয়ে টাকা নিয়ে নেমে যেতে।
ভয়েস চট্টগ্রাম’র এই প্রতিবেদক ছবি তুলতে দেখে একটু পরে কাছে আসে এটি এসআই সুজন, এসেই রেষ্টুরেন্টে বসার প্রস্তাব দেয়, প্রতিবেদক নাকচ করলে সুজন বলেন এখন কি করা যায় বলেন, প্রতিবেদক কিছু করা লাগবেনা বললে, এটি এস আই সুজন সাংবাদিককে আপনি দাঁড়ান কোথাও যাবেননা বলে, (ডেলটা টুতে) কল দিয়ে পুলিশের সহায়তা চান, তার অভিযোগের কথা শুনে ডেলটা লাইন বিচ্ছিন্ন করে দেন, ফের রোমিও তে কল করে বলেন ডেলটায় কল দিলাম কথা শেষ না-হতেই লাইন কেটে দিলো আর কল ধরে না, টিটু নামের এক সাংবাদিক আমার ছবি তুলছে ভিডিও করছে, আরও অনেক কথা বলছে স্যার। তখন ওপ্রান্ত থেকে বলতে শুনা যায় ছবি তুলছে, সাংবাদিকতো ছবি তুলবেই আপনি কি করবেন, তখন হঠাৎ করে আর কিছু না বলে দ্রুত স্হান ত্যাগ করে এটি এসআই সুজন।
এবিষয়ে টমটমের যাত্রীদের কাছ থেকে জানতে চাইলে তারা জানান। পরিবহন সংকটের কারনে আমরা হয়তো এসব গাড়ি গুলো দিয়ে চলাচল করি, কিন্তু প্রশাসনতো প্রকাশ্য দিবালোকে টাকার বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার দিয়ে সড়কে গাড়ি চালানোর অনুমতি দিতে পারেনা। এবিষয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট