কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা।
শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রোহিঙ্গা কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ আঙুল কাটা শফিক। তাৎক্ষণিক পরিচয় দিতে পারেনি র্যাব। তবে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ জানান, ভোরে মাদক-অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র্যাবের একটি টিম।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এরর কমান্ডার লে. কর্নেল খায়রুল ইসলাম জানান, মামলা দিয়ে উদ্ধারকৃত মালামাল ও মরদেহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট