শতাধিক পেশাজীবী ও সমাজকর্মীর অঙশগ্রহণে লালমোহন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । লালমোহন পৌরশহরের হাজী নুরুল ইসলাম চৌধুরী সড়কে অবস্থিত ভোলা ফুড গার্ডেন বিএফজি’তে আজ ২৩ এপ্রিল ২০২২ সন্ধ্যায় অনুষ্ঠিত জমজমাট ইফতার মাহফিলে টেলিকানেকশানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল আলম হাওলাদার ও লালমোহন থানা অফিসার ইনচার্জ (ইনভেস্টিগেশন) মোঃ এনায়েত হোসেন ।
লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ এর সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ খালেক সওদাগর, লালমোহন উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ এর সভাপতি সম্পাদকসহ লালমোহনের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম সঙগঠনের নেতৃবৃন্দ ।
শতাধিক পেশাজীবী, রাজনৈতিক কর্মী ও সমাজকর্মীর অঙশগ্রহণে অনুষ্ঠিত প্রাণবন্ত ইফতার মাহফিলে টেলিকানেকশানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন- দেশ ও মানুষের কথা বলার সাহসী পেশাজীবী সম্প্রদায়ের নাম ‘সাংবাদিক সমাজ’ । জাতির সঙ্কটে সম্ভাবনায় সবসময় সমাজের বাস্তবচিত্র তুলে ধরতে কলমে কণ্ঠে ক্যামেরায় জীবন বাজি রেখে যারা কাজ করে যায় তারাই সাংবাদিক, তারাই গণমাধ্যমকর্মী । আমি আশাবাদী- বর্তমান সরকার অর্থাৎ দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেরপর এক উন্নয়ন ও জনকল্যাণের বিশাল কর্মযজ্ঞগুলো সৎসাহস ও দায়িত্বশীলতার সাথে সবসময় লালমোহনের গণমাধ্যমকর্মীরা দেশ ও বিশ্বের কাছে তুলে ধরবে ।
ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন- লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাংবাদিক মাওলানা মোহাম্মদ আজিমুদ্দিন খান ।