প্রতি বছরের ন্যায় এবারো বাহারি আয়োজনে জমে উঠেছে বরিশালের ইফতার বাজার। ৩ এপ্রিল ২০২২ রোববার প্রথমদিন থেকেই ইফতার বাজারে ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। প্রতিদিন বিকেল তিনটার পর থেকেই নামিদামি ইফতার পণ্যের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। বিকেল চারটার পর থেকে ফুটপাতের ইফতারের দোকানগুলোতে মধ্য ও নিন্মবিত্ত পরিবারের ক্রেতাদের আনাগোনা শুরু হয়। সবমিলিয়ে রমজানের তৃতীয়দিনেই জমজমাট হয়ে উঠেছে বরিশালের ইফতার বাজার।
বরিশাল শহরের ব্যবসায়ীদের দাবি, গত বছরের চেয়ে এবার ইফতার আয়োজনে অনেকটা নতুনত্বের ছোঁয়া রয়েছে। ইফতার সামগ্রীতে নতুন রেসিপি যোগ হলেও দামে তেমন কোন পার্থক্য নেই । তবে প্রতিবারের মতো এবারও বরিশালের ইফতার বাজার অনেকটাই নামকরা হোটেল-রেস্তোরাঁর দখলে রয়েছে। সাথে কিছু ফাস্টফুডের দোকানেও বিক্রি হচ্ছে ইফতার পণ্য । এর বাইরে ঐতিহ্য অনুযায়ী, সড়কের পাশে মৌসুমী দোকানিরাও ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন।ইফতার বাজারের পাশাপাশি রমজানে ফলের বাজারও চাঙ্গা হয়ে উঠেছে । তবে খেজুর, পেয়ারা, পেঁপে, কলা, কমলা, আপেল, আঙ্গুর, মাল্টা, নাসপাতির দখলে রয়েছে বাজার । মৌসুম শেষ হয়ে গেলেও দেখা মিলছে তরমুজের।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট