না ফেরার দেশে চলে গেছেন কুমিল্লার আফজাল খান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিবিদ কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ, কুমিল্লা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফজাল খান। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। জনাব আফজাল খানের মৃত্যুর খবরে কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে।
বেশ কিছুদিন ধরে তিনি বার্ধ্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ২.৩০ ঘটিকায় রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কুমিল্লা মহানগর তথা কুমিল্লা জেলায় আওয়ামী রাজনীতির দুর সময়ের এই বটবৃক্ষ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, বৃহত্তর কুমিল্লায় আওয়ামী লীগকে সংগঠিত করার পেছনে আফজাল খানের অবদান অনস্বীকার্য। সামরিক শাসক জেনারেল এরশাদের নগ্ন হস্তক্ষেপে কিছুদিন জাতীয় পাটির রাজনীতি করলেও, এরশাদের পতনের পরপরই আবারও ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যার পতাকাতলে। ধীরে ধীরে আবারও কুমিল্লার রাজনীতিতে এক দুর্দান্ত প্রতাপের বিপ্লবী রাজনৈতিকের ভুমিকায় অবর্তীন্ন হন জনাব আফজাল খান।
জনাব আফজাল খানের তিন সন্তানের মধ্যে বড় মেয়ে সীমা খান বর্তমান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ, বড় ছেলে মাসুদ খান এফবিসিসিআইয়ের পরিচালক, ছোটছেলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট