
ভোলার চরফ্যাশনে উপজেলার শহর বাজার সমুহে বিভিন্ন হোটেলে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার লক্ষে জনসচেতনতা তৈরিসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রোববার সন্ধ্যায় চরফ্যাশন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ০৬ টি মামলায় ১৫ জনকে ৬ জাজার ৫ শত টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি সচেতনতা তৈরি করতে মাইকিং করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান বলেন,এর আগে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা কমলেও এখন দিন দিন তা বাড়তে শুরু করছে।

তাই সকলের মাস্ক পরা বাধ্যতামূলক পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরও বলেন,এখনো যারা ভ্যাকসিন নেয়নি তারা যেন দ্রুত ভ্যাকসিন নিয়ে নেন।
