
চরফ্যাসনের চর মানিকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বদ্দি বাড়ীর সামনের বেল্লাল বদ্দীর বসত ঘর দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রশিদ,তার ছেলে দুলাল ও অভির বিরুদ্ধে।
বেল্লাল জানান,তার রেকর্ডীয় ১৬ শতাংশ জমির উপর একটি দোচালা টিনের ঘরে গত ২ বছর যাবত স্বপরিবারে বসবাস করে আসছেন ।
আজ (২৩ জানুয়ারি) রোববার দুপুরে রশিদ, তার ছেলেসহ বেল্লাল ও তার স্ত্রী আরজু বেগমকে মারধর করে ঘর থেকে বের করার চেষ্টা করে। এসময় মারধরের ঘটনার ভিডিও ধারণ করে বেল্লালের ৬ বছরের ছেলে।বিষয়টি টের পেয়ে বেল্লালের ছেলেকে দৌড়ে ধরার চেষ্টা করে ব্যর্থ হয় দুলাল।
এই ঘটনায় বেল্লাল ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ত্রনে আনে।
এই ঘটনায় উভয়পক্ষই দক্ষিণ আইচা থানায় অভিযোগ দাখিল করেছে।
স্থানীয়রা থানা পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে সমোজতা দেখতে চায়।

তবে রশিদ ও তার ছেলেরা মারামারির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন।
দক্ষিণ আইচা থানার উপ পুলিশ পরিদর্শক আবদুল হক জানান, মারামারির ঘটনা ঘটেনি। তবে জমি নিয়ে বিরোধ রয়েছে। আগামীদিন (সোমবার) সকাল ১০ টায় থানায় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে।
